নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশী ও ভারতীয় দুই নাগরিককে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ডিসেম্বর) রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ মোকামবাড়ী পুঞ্জি নামক এলাকা দিয়ে মানবপাচারকারী চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে এক বাংলাদেশী পুরুষ ও এক ভারতীয় নারীকে বিজিবি ও পুলিশ যৌথভাবে আটক করে।
আটককৃতরা হলেন, বাংলাদেশী নাগরিক মুকুল বিশ্বাস (বয়স ৩৩, পিতা নেপাল বিশ্বাস, গ্রাম বহর সাধুখালী, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী) এবং ভারতীয় নাগরিক শান্তি রাণী মৃত্তি (বয়স ৬০, স্বামী মোকান্দা মণ্ডল, গ্রাম কাইখালি, হরিতলা, হান্সখালি, নদিয়া পশ্চিম বাংলা)। তবে তার পিত্রালয় বাংলাদেশের রাজবাড়ী জেলায়; কিন্তু তিনি অবৈধভাবে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন।
এ খবর তৈরি পর্যন্ত আটককৃতদের জৈন্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছিল। সূত্র তথ্য বিবরণী