বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) আটককৃত ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি/৪ পৌষ) সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফকরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এই এই কার্যক্রম উদ্বোধন করেন, হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল তানজিলুর রহমান।
এর পর ২ হাজার ৮৮১ পিস ইয়াবা, ৩ হাজার ৪৮৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৮৫ ক্যান বিয়ার ও ৯ হাজার ৭৭৫ কেজি গাঁজা সহ অনেক দেশী-বিদেশী মদ রোলার দিয়ে ধ্বংস করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।