নিজস্ব প্রতিবেদক : ভারতের অভ্যন্তরে পাওয়া বাংলাদেশী নাগরিকের মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ হস্তান্তর করেছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ বুধবার (৪ ডিসেম্বর) মরদেহটি গ্রহণ করে।
সেদিন সকাল ১০টার দিকে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পাথরকোয়ারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে ভারতের ১১০ মিটার অভ্যন্তরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ পাওয়ার খবর পায় বিজিবি। এর ভিত্তিতে ১১০ বিএসএফ ব্যাটালিয়ন তারিয়াঘাট ক্যাম্পকে অবগত করা হয়।
পরে বিএসএফ টহল দলের নিকট থেকে প্রাপ্ত ছবি দেখে মরদেহটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাটরাই গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে আশরাফ উদ্দীনের (৬০) বলে শনাক্ত হয়।
পরবর্তী সময়ে প্রায় ৮ ঘণ্টা বিজিবি-বিএসএফের আলোচনা ও পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি সন্ধ্যা সোয়া ৬টায় বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করে।
ভারতীয় বিএসএফ ও পুলিশের প্রাথমিক তথ্য মতে, আশরাফ উদ্দীন লাকড়ি সংগ্রহ করতে গিয়ে উঁচু পাহাড় থেকে নিচে পড়ে মারা যান।
এ ঘটনার ব্যাপারে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ লিপি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে কঠোর প্রতিবাদ লিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র তথ্য বিবরণী