নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও ঔষধসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করেছে।
শনিবার (৩০ নভেম্বর/১৫ অগ্রহায়ণ) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর বিওপির আভিযানিক টহলদলগুলো সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২৩ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকার ভারতীয় ঔষধ, চিনি, কেডস্ ২৯ ও থ্রিপিস আটক করা হয়।
এর আগে ২৮ ও ২৯ নভেম্বর জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল ১৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চা পাতা, চিনি, সুপারি, মদ ও পোস্তদানা আটক করে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের সুরক্ষায় গোয়েন্দা তৎপরতাসহ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।