সিলেট ও সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সাড়ে ৯৭ লাখ টাকার চোরাচালানী মালামাল সহ দুইজন আটক হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর/২৩ অগ্রহায়ণ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন এ দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ও ডিবিরহাওড় বিওপি অভিযান পরিচালনা করে।
এসময় ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ও বিয়ার জব্দ করা হয়।
এছাড়া অভিযানকালে চোরাচালানের সঙ্গে দুই ব্যক্তিকেও আটক করা হয় বলে বিজিবি থেকে জানানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি বিষিয়টি নিশ্চিত করেছেন।