মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে চারুনিকেতন (সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দ্রনাথ পল্লীতে অবস্থিত আর্ট স্কুল) ছবি আঁকা প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করেছে।
আগামী ১ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় চন্দ্রনাথ পল্লীতে কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালা শেষে একই স্থানে তিনটি গ্রুপে (গ্রুপ-ক শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি, বিষয় জলের মধ্যে শাপলা ফুল ও উড়ন্ত পতাকা, গ্রুপ-খ চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি, বিষয় গ্রামের দৃশ্য এবং গ্রুপ-গ অষ্টম শ্রেণি থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, বিষয় মুক্তিযুদ্ধ) ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কর্মশালা দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। ছবি আঁকা প্রতিযোগিতা শুরু হবে বিকাল পৌণে ৪টায়। শেষ হবে বিকাল ৪টা ২৫ মিনিটে। প্রতিযোগিতার সময় ৪০ মিনিট।
প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতা পরিচালনা করবেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির শিক্ষক অমলেস রায়। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা শিল্পকলা একাডেমি ও চারুনিকেতনের (চন্দ্রনাথ পল্লী) আর্ট শিক্ষক জয় তালুকদার।
প্রতিযোগিতায় অংশ নিতে ১ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত ৫০ টাকা সরাসরি অথবা বিকাশে (বিকাশ নম্বর ০১৭৩২ ৫৮ ৯১ ২২) ফি জমা দিয়ে নাম তালিকাভুক্ত করা যাবে। তালিকাভুক্তিতে প্রতিযোগীর নাম, পিতার নাম, মাতার নাম, প্রতিষ্ঠানের নাম ও জন্ম তারিখ উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সরাসরি ফোন করে দিতে হবে।
অংশগ্রহণকারী প্রতিযোগীকে শুধুমাত্র আর্ট পেপার সরবরাহ করা হবে। তিনটি গ্রুপের মধ্য থেকে প্রতিটি গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রত্যেককে নগদ অর্থ, সনদ ও শিশুতোষ গ্রন্থ পুরস্কার ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা সনদ প্রদান করা হবে।
একইদিন বিকেল সাড়ে ৪টায় ‘বিজয়ের এই দিনে’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। প্রধান আলোচক থাকবেন প্রবাসী সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান। বিশেষ অতিথি থাকবেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কামাল উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমির আর্ট শিক্ষক অমলেস রায়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply