গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি দল।
রবিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সৈয়দ মো আমিনুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা কোয়ারি এলাকা পরিদর্শন করে পাথর উত্তোলনের নীতিমালা অনুযায়ী সেখান থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার জন্য কোয়ারি মালিকদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন, থানার ওসি মো দেলওয়ার হোসেন ও বিজিবির বিছনাকান্দি ক্যাম্প কমান্ডার সুবেদার মনিরুজ্জামান সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বিছনাকান্দি পাথর কোয়ারিতে কোন যন্ত্র ব্যবহার হচ্ছে না। পাথর উত্তোলনের নীতিমালা মেনে শ্রমিকরা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করছেন। পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের সনাতন পদ্ধতি মেনে যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে অধিকতর সতর্কতার সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইউএনও মো সালাহ উদ্দিন জানান, উপজেলার বিছনাকান্দি ও জাফলং কোয়ারিতে যাতে করে কেউ যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করতে না পারে সেক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
তিনি বলেন, সনাতন পদ্ধতি মেনে নিরাপদে পাথর উত্তোলন করার বিষয়ে উপজেলা প্রশাসন বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কমর্কাণ্ড পরিচালনা করছে।
Leave a Reply