গোয়াইনঘাট প্রতিনিধি : পর্যটন কেন্দ্র সিলেটের বিছনাকান্দির জিরো পয়েন্টে সৌন্দর্যের অন্যতম প্রধান উপদান পাথর রক্ষায় এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন।
এলাকাবাসীর অভিযোগ, একটি অসাধুচক্র মাস দুই ধরে প্রতিদিন রাতের আঁধারে শতাধিক বারকি নৌকা বোঝাই করে সবচেয়ে আকর্ষণীয় এ জায়গা থেকে পাথর চুরি করে নিয়ে যাচ্ছে।
এই অপকর্মের প্রতিবাদে শুক্রবার বিকেল হাদারপার বাজারে বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেডের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়।
এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রহিম এক সভায় এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করেন।
সংগঠনের সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও যগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা এম এ হক, উপদেষ্টা শহিদ মিয়া, আব্দুল মনাফ সরকার,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক ফয়ছল আহদম, সদস্য আবুল হোসেন, মুজিবুর রহমান অপু প্রমুখ।
Leave a Reply