গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় সরকারি খাস ভূমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধসে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার ভোরে সজিব আহমদের গর্ত বলে পরিচিত স্থানে এ ঘটনা ঘটে। নিহত পাথর শ্রমিকের নাম রুহেল মিয়া (২৫)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট চাকুয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মিয়া নাসির উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, আহত বলে প্রচার করে রুহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠিয়ে দেয়া হয়েছে।।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় জানান, রুহেল মিয়ার পরিবার থেকে কোন অভিযোগ না করায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply