নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স বিছনাকান্দি ও আনফরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ঘনফুটের বেশি পাথর জব্দ করেছে। এসময় পাথর ভাঙ্গার ৮টি মেশিনও জব্দ করা হয়।
রবিবার (৩ নভেম্বর/১৮ কার্তিক) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ বিছনাকান্দি ও আনফরভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকতৃা মো তৌহিদুল ইসলাম।,
জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও পাথর ভাঙ্গার মেশিনগুলো স্থানীয় ইউপি মেম্বার মো জালাল উদ্দিনের জিম্মায় রাখা হয়।