হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, পুলিশ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী। সরকার জনগণের হয়ে পুলিশ বাহিনী নিয়োগ করে; কিন্তু পুলিশ বাহিনী রাষ্ট্রীয় বাহিনী না থেকে হয়ে যায় সরকার দলীয় বাহিনী। পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয় বাহিনী হয়ে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, গণন্ত্রাতিক দেশে বিচারের দাবিতে মানববন্ধনের মতো পরিস্থিতি হওয়া উচিত নয়। সেটা লজ্জার বিষয়। রাষ্ট্রের দায়িত্বই হলো দুষ্টের দমন আর সৃষ্টের পালন। সরকার পরিচালনার দায়িত্বে যারা যান জনগণ তাদের কাছে সকল ক্ষমতা হস্তান্তর করে।
হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন, হবিগঞ্জ জেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, টিপু সুলতান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও নবীগঞ্জের সাংবাদিক এম মুজিবুর রহমান। পরিচালনা করেন আরিফ আলী মন্ডল।
Leave a Reply