আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে নির্বাচন কমিশন আহুত আগামীকাল শনিবার, ৪ নভেম্বরের আলোচনা সভায় বিকল্পধারা বাংলাদেশ অংশগ্রহণ করবে।
শুক্রবার বিকল্পধারার ঢাকার মধ্যবাড্ডায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান বলেন, বিকল্পধারা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সবধরনের সহযোহিতা করতে প্রস্তুত রয়েছে।
তেসরা নভেম্বর জেলহত্যার ইতিহাস স্মরণ করে তিনি বলেন, জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা।
বিকল্পধারার মহাসচিব জেলখানায় নিহত চার জাতীয় নেতার রুহের মাগফেরাত কামনা করেন।
নির্বাচন কমিশনের আগামীকালের বৈঠকে দলটির মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান এমপি ও প্রেসিডিয়াম সদস্য, দলীয় মুখপাত্র মাহী বি চৌধুরী এমপি অংশ গ্রহণ করবেন।
জরুরি সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, দলের জ্যেষ্ঠ সহসভাপতি মো মহসিন চৌধুরী, ওবায়াদুর রহমান মৃধা, যুগ্মমহসচিব এনায়েত কবীর, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মিস্টার ঢাকা, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, বিকল্পধারার সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, দিনাজপুর জেলা বিকল্পধারার আহ্বায়ক আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা বিকল্পধারার আহ্বায়ক আ্যডভোকেট জাহাঙ্গীর আলম, যশোর জেলা বিকল্পধারার নেতা মারুফ হাসান কাজল প্রমুখ।
যুক্তফ্রন্টের যৌথসভা : এদিকে বিকল্পধারার মধ্যবাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুক্তফ্রন্টের শরিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন ।
শরিক দলের নেতারা হলেন, বাংলাদেশ ইসলামী শরীয়া আন্দোলনের আমীর মাওলানা মাসুমবিল্লাহ, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্টের সভাপতি দীলিপ দাসগুপ্ত, বাংলাদেশ নাগরিক জোটের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমু, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ কুমার দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply