ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকার সাহিত্য সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও প্রবাসী কমিউনিটি নেতা কবি শাহ শামীম আহমদ ও মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ সংগঠক প্রবাসী আজির মিয়ার সঙ্গে বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিওবিনিউজটোয়েন্টিফোরডটকম কর্তৃপক্ষের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ওসমানীগর উপজেলার কুরুয়া বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কবি শাহ শামীম আহমদ। প্রধান বক্তা ছিলেন আজির মিয়া।
বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার নাম নিয়ে বিওবিনিউজটোয়েন্টিফোরডটকম নামে অনলাইন নিউজ পোর্টাল করায় তারা বলেন, এই পরিচ্ছন্ন ও মানসম্পন্ন অনলাইন নিউজ পোর্টালটি তিন উপজেলার সেতুবন্ধ হিসেবে কাজ করবে।
তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ৩ উপজেলার জনপদ ও জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সহায়ক হিসেবেও বিওবিনিউজটোয়েন্টিফোরডটকম কাজ করবে।
এ অনলাইন নিউজপোর্টালটি বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ওসমানীনগর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব (একাংশ) সভাপতি আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রেসক্লাব (একাংশ) সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বালাগঞ্জ ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন শাহীন, বিশ্বনাথ প্রেসক্লাব (একাংশ) সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল ও বিশ্বনাথ প্রেসক্লাব (একাংশ) সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। ওসমানীনগর উপজেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি আবু হানিফা, বিওবিনিউজটোয়েন্টিফোরডটকম ডাইরেক্টর আব্দুল হাদী ও উজ্জ্বল দাশের যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিওবিনিউজটোয়েন্টিফোরডটকম ডাইরেক্টর জাহাঙ্গীর আলম খায়ের।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শাহ ফয়েজ আমদ সেবুল, বাবুল আহমেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের (একাংশ) সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আক্তার আহমদ সাহেদ, ওসমানীনগর উপজেলা সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক এস এম রফিক, দফতর সম্পাদক বিকাশ সূত্রধর, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম মহসিন, আল-কারিম, শিখন স্কুলের দয়ামীর ইউনিয়ন সুপারভাইজার এনাম আলী, সাংবাদিক আব্দুস সালাম, সংগঠক শাহ সাইদুল ইসলাম সুজা, মুজিবুর রহমান মঞ্জু, খন্দকার এমরান হোসেন ও আমিনুল ইসলাম।
Leave a Reply