বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউর ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শহীদ ডা মিলন হলে আয়োজিত ইন্টারভেনশনাল হেপাটোলজি উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো শরফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা এম এ আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা সেলিমুর রহমান। সন্মানিত অতিথি ছিলেন, বিএসএমএমইউর উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা মো জাহিদ হোসেন ও উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা এ কে এম মোশাররফ হোসেন। হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা আইয়ুব আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল স্বাগত বক্তব্যে ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের কার্যক্রম এবং লিভার চিকিৎসার আধুনিকতম পদ্ধতিগুলোয় দেশীয় লিভার বিশেষজ্ঞদের প্রশিক্ষিত করে তোলা ও পাশাপাশি ঢাকার বাইরে এই চিকিৎসাসেবা উপলব্ধ করার জন্য উদ্যোগগুলোর উপর আলোকপাত করেন।
উৎসবের দ্বিতীয়ার্ধে ছিল লাইভ কেইস ডেমোন্সট্রেশন। এতে এন্ডোস্কপি স্যুইট থেকে এন্ডোস্কপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি (ইআরসিপি) ও উইথ স্পাইগ্লাস কোলাঞ্জিওস্কোপি করেন, অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ও সহযোগী অধ্যাপক ডা এম এ রহিম। অন্যদিকে ক্যাথল্যাব থেকে ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইযেশন (টেইস) করেন, সহযোগী অধ্যাপক শেখ মোহাম্মদ নূরে আলম, সহযোগী অধ্যাপক ফয়েজ আহমেদ খন্দকার ও সহকারী অধ্যাপক আহমেদ লুৎফুল মবিন এবং এ্যানেসথেসিওলজিস্ট সহকারী অধ্যাপক একরামুল হক সজল।
উল্লেখ্য, বিভাগটিতে মুজিব বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে লিভার ফেইলিওর রোগীদের চিকিৎসায় ‘মুজিব প্রটোকল’ বা প্লাজমা একেচেঞ্জ চালু করা হয়েছিল। এছাড়াও বাংলাদেশের লিভার বিশেষজ্ঞরা লিভার সিরোসিসের চিকিৎসায় দেশে প্রথমবারেরমত অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন শুরু করেন। পাশাপাশি একিউট ও একিউট অন ক্রনিক লিভার ফেইলিওরের চিকিৎসায় লিভার ডায়ালাইসিস এবং লিভার সিরোসিস রোগীদের জন্য হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট মেজারমেন্ট (এইচভিপিজি) প্রথমবারেরমত শুরু করার কৃতিত্বও তাদেরই। এদেশে লিভার ক্যান্সারের রোগীদের জন্য বিশ্বের সর্বাধুনিক লোকোরিজিওনাল থেরাপী রেডিও ফ্রিকোয়েন্সি এ্যাবলেশন এবং ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন আর নোবেল পুরস্কার বিজয়ী কনসেপ্ট ইমিউনথেরাপী প্রবর্তনের পথিকৃৎও তারা।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply