নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও সহ সভাপতি ডা মোর্শেদ আহমদ চৌধুরীকে সিলেট জেলা প্রেসক্লাব সংবর্ধনা দিয়েছে।
শনিবার রাতে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে হোটেল গোল্ডেন সিটির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী বলেন, ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও ডা মোর্শেদ আহমদ চৌধুরী সিলেট বিভাগের গৌরব। তারা জাতীয় পর্যায়ের নেতা নির্বাচিত হয়ে সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।
ডা মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোটাই পাল্টে গেছে। চিকিৎসার জন্য দেশের মানুষকে এখন আর বিদেশে যেতে হয়না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য আবুল মোহাম্মদ। গীতা পাঠ করেন নিবার্হী সদস্য রজত কান্তি চক্রবর্তী।
Leave a Reply