নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রিফ্রেশার প্রশিক্ষণে বক্তারা বলেছেন, দেশ সেবায় নিয়মিত বাহিনীর সহযোগী হিসাবে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরো বলেছেন, দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও শান্তিশৃঙ্খলায় কিশোর ও তরুণদের কাজে লাগাতে বিএনসিসি নিরলস কাজ করছে। তাই আরো মান সম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্যাডেট তৈরিতে দায়িত্বশীলদের আরো সচেতন হতে হবে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সভা কক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৪৫ জন শিক্ষক অংশ নেন।
বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লে কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মেজর কাওসার জাহান আকন্দ, ৭ ও ১০ নম্বর ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন অধ্যাপক ড তোফায়েল আহেমেদ ও ক্যাপ্টেন অধ্যাপক নাজমুল হক। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড আশ্রাফুল করিম।
Leave a Reply