হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, বিএনপি হাহাকার পার্টি এবং চাটুকার ও সন্ত্রাসীদের দল। তারা পাকিস্তানপন্থীও।
তিনি আরো বলেছেন, বুয়েটে আবরার হত্যার পর দেড় মাসের মাথায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এটা শেখ হাসিনার সুশাসনের নমুনা। অপরদিকে বিএনপির সময়ে সনি হত্যাকাণ্ডের অভিযোগপত্রই দেওয়া হয়নি।
সোমবার হবিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সাংসদ গাজী শাহনওয়াজ মিলাদ ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী।
বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ১০টি সাংগঠনিক উপজেলা ও ৭৮টি ইউনয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply