বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জিয়াউর রহমান ছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা। ১৯৭১ সালে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের মূল শক্তি ও গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। একদলীয় বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্রের গোরস্থানের উপর দাঁড়িয়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সুতরাং তাকে মুছে ফেলার ষড়যন্ত্র করে কোন লাভ নেই।
তিনি আরও বলেছেন, জিয়া মুক্তিযুদ্ধে যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন তেমনি দেশের ক্রান্তিলগ্নে মুখ থুবড়ে পড়ে থাকা গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেছেন। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র ও জিয়া একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমানের সুযোগ্য নেতত্ব এবং সুশাসনকে ইতিহাসের সোনালী অধ্যায় হিসেবে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াকে ‘শহীদ’ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল; কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ জিয়ার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিহাস সৃষ্টি করেছেন। ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ফরমায়েসি রায়ে সাজা দিয়ে গৃহবন্দি করে রেখেছে। তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা মামলা, গ্রেফতারি পরোয়ানা ও ফরমায়েসি সাজা প্রদান করছে। জাতির এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের জীবন থেকে শিক্ষা নিয়ে জাতিকে রক্ষার দৃঢ় শপথ নিতে হবে।
ডা এ জেড এম জাহিদ হোসেন রবিবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শহীদ সুলেমান হলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, জেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, শাহজামাল নুরুল হুদা, মামুনুর রশীদ মামুন, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply