নিজস্ব প্রতিবেদক : যতই দিন যাচ্ছে ততই বাড়ছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ। দুপুর ২টা বাজার সাথে সাথে গর্জে উঠে মাইকের চোঙা। আবার ৮টা বাজতেই নিস্তব্ধ। পোস্টার, লিফলেট আর ফেস্টুনের ছড়াছড়িতো আছেই।
সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান বুধবার সকালে মহানগরীর বাগবাড়ি, খুলিয়াপাড়া ও শিশুসদন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বিএনপি নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করে পরিবেশ নষ্ট করছে।
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ করেন মহানগরীর মদিনা মার্কেট, মধুবন, লালবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, চৌহাট্টা ও দরগা এলাকায়।
এ সময় তিনি বলেন, জনগণ ভোট দেবে ঠিকই; কিন্তু ফলাফল নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনমনে শংকা আছে।
শঙ্কামুক্ত পরিবেশ তৈরি করতে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
Leave a Reply