জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু জামিনে মুক্তি পেয়েছেন।
কারমুক্তির পর ১৭ আগস্ট বিকেলে তিনি নিজের এলাকা জুড়ীতে পৌঁছলে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আনন্দ মিছিল বের করে।
বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার অভিযোগে পল্টন থানার একটি নাশকতার মামলায় বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু গ্রেফতার হন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির কুলাউড়া উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রাজা, জ্যেষ্ঠ সহসভাপতি মো লিয়াকত আলী, সহসভাপতি এম এ মোহাইমিন শামীম, ডা মোস্তাকিম হোসেন বাবুল, নামর হাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, যুগ্মসাধারণ সম্পাদক মো নাজমুল ইসলাম প্রমুখ।
Leave a Reply