বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মঙ্গলবার বাদ মাগরিব হজরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়।
একই সঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল প্রয়াত নেতা-কর্মীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
ওসমানীনগর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মো ইসলাম উদ্দিনের পিতার রূহের মাগফেরাতের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মুফতি বদরুন নূর শায়েক, যুগ্মআহবায়ক, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল উদ্দিন, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শামসুজ্জামান ছমছু, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply