নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উস্কানির অভিযোগে সিলেট কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলরর আজাদুর রহমান আজাদ বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটর সাবেক সদস্য চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২৫ বা ২৬শে সেপ্টেম্বর ইরাদ আহমদ সিদ্দিকী তার নিজের ফেসবুক পাতায় দেয়া একটি স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় উস্কানি দিয়েছেন।
এছাড়া বিবাদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বাবা সম্পর্কেও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন বলেও মামলার বাদি অভিযোগ করেছেন।
Leave a Reply