হবিগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না বলে উগ্রবাদী ও জঙ্গিবাদের মদদ দিচ্ছে। তাদের আন্দোলন মরাগাঙ্গের পানি, কখনো জোয়ার আসবে না।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, সহ সভাপতি আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট আওয়ামী লীগের সভাপতি আকবর হোসনে জিতু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
পরে ওবায়দুল কাদের সিলেটের উদ্দেশ্যে রওনা রওয়ানা হন।
Leave a Reply