নিজস্ব প্রতিবেদক : বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সিলেটে পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপি কালো পতাকা মিছিল নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে যায়।
এর আগে রেজিস্টারি মাঠে সমাবেশ করা হয়। এতে বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, মহানগর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না।
Leave a Reply