হবিগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী এমপি বলেছেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি। তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। কোনো চক্রান্ত-ষড়যন্ত্রই উন্নয়ন ব্যাহত করতে পারবে না।
তিনি শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই বাঁধ-চাটপাড়া মাদরাসা এক কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কাজীরখিল বাজারে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৭৫ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
Leave a Reply