নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং দেশব্যাপী বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত সিলেট জেলা বিএনপির শনিবারের সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় সমাবেশের স্থান রেজিস্ট্রারি মাঠের পরিবর্তে মহানগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল নির্ধারণ করা হয়।
প্রতিকূল আবহাওয়ার কারণে এবং শনিবারও বৃষ্টি অব্যাহত থাকার আবহাওয়া পূর্বাভাসে সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় শহীদ সুলেমান হলে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক সহসভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা নেতা কামরুল হাসান শাহীন, মহানগর নেতা নুরুল আলম সিদ্দিকী খালেদ, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আলী আকবর, দলীয় নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট সাঈদ আহমদ, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, শ্রমিক দল নেতা ফয়সল আহমদ, ছাত্রদল নেতা জয়নাল আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply