সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে জনগণের সামনে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আস্থা অর্জন করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।
তিনি আরও বলেছেন, আন্দোলনের নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আন্তরিকতার সঙ্গে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
হাবিবুর রহমান হাবিব শনিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
ভটেরগাঁও ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মছদ্দর আলীর সভাপতিত্বে ও কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সহসভাপতি আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হেসেন বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, প্রচার সম্পাদক মাসুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ ও জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক জায়েদ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান, দেলওয়ার হোসেন লিলু প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply