বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৩৯তম শাহাদাতবার্ষিকী শনিবার। এ উপলক্ষে দলের সিলেট মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচিতে রয়েছে, পবিত্র কুরআন খতম ও বাদ আসর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফিল। এছাড়া অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
Leave a Reply