মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের সামনে বড় দুর্দিন রয়েছে। আওয়ামী লীগ বিএনপির মূল নেতাদেরকে সাজা দিয়ে কারাগারে রেখে দলের কিছু লোককে লোভ লালসা দেখিয়ে হাতে নিয়ে নির্বাচন দেয়ার পরিকল্পনা করছে। তারা জিয়াউর রহমানের মাজার সরানোরও অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ ‘টেস্ট কেইস’ হিসেবে কয়েকটি কাজ হাতে নিয়েছে।
এ সব টেস্ট কেইসে আওয়ামী লীগ কোনভাবে যাতে উত্তীর্ণ হতে না পারে সে জন্যে এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি আহ্বান জানান।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দনে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখছিলেন।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানে সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ও এম এ মুকিত। এছাড়াও উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply