বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ বণার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর/২৩ কার্তিক) বিকেলে পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি থেকে চৌধুরীবাজার পর্যন্ত দীর্ঘ বর্ণিল শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় করে হাজারো মানুষ। যানজটও সৃষ্টি হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নূরুল ইসলাম, এনামুল হক, ইসলাম তরফদার তনু, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও শাহ রাজিব আহমেদ রিংগন।
সমাবেশে জি কে গউছ বলেন, বিএনপি অত্যন্ত সুসংগঠিত একটি দল। বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আন্দোলনে বিএনপি সফল হয়েছে। রাষ্ট্র পরিচালনায়ও সফল ছিল।
তিনি আরো বলেন, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সাতই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্বভৌমত্ব রক্ষা করতে হবে।