সুনামগঞ্জ প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএর পক্ষ থেকে সুনামগঞ্জে ৫ হাজার বন্যার্ত পরিবারে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সার্বিক তত্ত্বাবধানে ৩টি জাহাজ ও ৪টি স্পিডবোট চিড়া, গুড়, মুড়ি, ওরস্যালাইন, বিস্কুট, বিশুদ্ধ পানি, শিশুদের জন্য গুড়োদুধ ও মোমবাতি নিয়ে সুনামগঞ্জে এসে নোঙর করেছে।
সোমবার ও মঙ্গলবার জামালগঞ্জ উপজেলা সদর, সাচনাবাজার এবং সুনামগঞ্জ সদর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় এই ত্রাণসামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম সরকার ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো আব্দুস সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর উপপরিচালক মো রেজাউল করিম, সুনামগঞ্জ নদীবন্দরের বন্দর কর্মকর্তা সুব্রত রায়, সিবিআইর সহসভাপতি মো আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাস।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মো রেজাউল করিম জানান, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চলবে।
Leave a Reply