নিজস্ব প্রতিবদেক : পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত বায়ুদূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত ৭ লাখ টাকা জরিমানা আদায় ও ২টি স্টোন ক্রাশিং মেশিন ধ্বংস করেছে।
পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা স্টোন ক্রাশিং মেশিনের বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ৪০টি অবৈধ স্টোন ক্রাশিং মেশিনের বিরুদ্ধে উল্লেখিত জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ২টি স্টোন ক্রাশিং মেশিনের বেল্ট ও মোটর ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা দেন আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো বদরুল হুদা ও মো মোহাইমিনুল হক।
এছাড়াও অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বনানী দাস, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন ও নমুনা সংগ্রহকারী মো রুবেল মিয়া উপস্থিত ছিলেন।
অভিযানকালে বায়ুদূষণের দীর্ঘমেয়াদী কুফল বিষয়ে সচেতন করার জন্য স্টোন ক্রাশিং প্লান্টের মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট অন্যদের নিয়ে সভা করা হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply