হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে এক যুবকের ছুরিকাঘাতে নিহত ওয়াহিদ মিয়া ও শহরতলির আলম বাজারে দুর্বৃত্তদের পিটুনিতে নিহত অটোরিক্সা চালক সাজন মিয়ার মরদেহ ময়নাতদন্তের পর রবিবার সন্ধ্যার পর দাফন করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে শাহনেওয়াজ হোসেন নামের এক যুবকের ছুরিকাঘাতে মীরেরপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া নিহত এবং তার সহোদর কাওসার মিয়া ও চা স্টল মালিক একই গ্রামের আব্দুল আলী গুরুতর আহত হন।
একই রাতে শহরতলির আলম বাজারে সাজন মিয়া নামের এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রেরণ করে। সাজন মিয়া নয়াপাতারিয়া গ্রামের ফজলুল হকের ছেলে।
তবে কোন ঘটনার ব্যাপারেই রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি। প্রস্তুতি চলছিল।
Leave a Reply