বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার জহুর মিয়া (৫৫) ও নূরুল আমিন (৩৫) এবং চুনারুঘাট উপজেলার নাছিমাবাদ চা বাগানের বিশাল উড়াং (২০)। আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার, ১০ মার্চ দিনগত গভীর রাতে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে সিলেট-ঢাকা মহাসড়কের শেওড়াতুলী ও চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া পিকআপ ভ্যান বোঝাই করে নিজের ঘরের দরজা-জানালার কাঠ নিয়ে বাড়ি যাচ্ছিলেন; কিন্তু শেওড়াতুলী এলাকায় পৌঁছামাত্র যান্ত্রিক ক্রটির কারণে ভ্যানটি উল্টে যায়।
এতে পিকআপ ভ্যানে থাকা হিলালপুর গ্রামেরই মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া, মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া, অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মো নূরুল আমিন ও গোলগাঁও গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজলু মিয়া গুরুতর আহত হন।
এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নূরুল আমিন মারা যান।
অন্যদিকে রাত ২টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলার নাছিমাবাদ চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে বিশাল উড়াং মারা যান।
চুনারুঘাট ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা দুর্ঘটনা দুটির খবর নিশ্চিত করেছেন।
Leave a Reply