হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
শনিবার রাতে বাহুবল শেখ রাসেল মুক্তমঞ্চে উপজেলা ছাত্রলীগের এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মো শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন বুলবুল ও বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
জেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের পরিচালনা সভা শুরুর এক ঘণ্টা আগেই দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। পরিস্থিতি সামাল দিয়ে পুনরায় সভা শুরু করতে ঘণ্টাখানেক সময় লাগে।
বাহুবল উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী দুলাল ও ইমান-আশিক গ্রুপের মধ্যে স্লোগান দেওয়া ও মিছিলের সামনে যাওয়া নিয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষ বাঁধে।
এ সময় উপস্থিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাহুবল যে ছাত্রদল, জামাত ও হেফাজতের ঘাঁটি, সেটা প্রমাণ হয়ে গেলো।
রবিবার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে পদ প্রত্যাশীরা নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেন।
Leave a Reply