নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সহ এক নারীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সদর কোম্পানি ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি/২১ মাঘ) আনুমানিক রাত আড়াইটায় বাহুবল উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী জহুরা বেগমকে (২৪) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।