হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ২৪ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ক্যান্সার ও কিডনিসহ জটিল রোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মধ্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এসব চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Leave a Reply