নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। একই সাথে বিচারক এই ৩ আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
একই রায়ে ২ আসামিকে ৭ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডদেশ দেয়া হয়েছে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বুধবার দুপুর এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলো, রুবেল মিয়া, হাবিবুর রহমান আরজু ও পলাতক আসামি উস্তার মিয়া। ৭ বছরের কারাদণ্ড হয়েছে জুয়েল মিয়া ও শাহেদ আহমদের। তবে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাঘাল এবং পলাতক বিল্লাল মিয়া ও বাবুল মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার বাদি ও হত্যাকাণ্ডের শিকার শিশুদের স্বজনরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, তারা পুরো রায় পাওয়ার পর উচ্চ আদালতে যাবার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
আসামি পক্ষের আইনজীবী শফিউল আলম বলেছেন, রায়টি তাদেরকে মর্মাহত করেছে এবং তারা সংক্ষুব্ধ। তারা অবশ্যই উচ্চ আদালতে যাবেন।
Leave a Reply