নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৪ শিশু হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাদি ও বিবাদি পক্ষ এই যুক্তিতর্ক উপস্থাপন করেন। এখন রায় ঘোষণা। এ জন্যে বিচারক মকবুল আহসান ২৫ জুলাই মঙ্গলবার দিন ধার্য্য করবেন।
২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ, আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া, আবদাল মিয়ার ছেলে মনির মিয়া ও আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন। তাদের বয়স ছিল ৮ বছর থেকে ১০ বছর। নিখোঁজের ৫ দিন পর পার্শ্ববর্তী ইচাবিল নামক স্থান থেকে পুলিশ মাটি চাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বাহুবল থানায় ৯ জনকে আসামি দিয়ে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া। গ্রেফতার হন গ্রামের পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল ও তার দুই ছেলে সহ ৬ জন। এর মধ্যে বাচ্চু র্যাবের ক্রসফায়ারে নিহত হন। অন্যদিকে আব্দুল আলীর দুই ছেলে সহ ৪ জন হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অপর ৩ আসামি পলাতক রয়েছে।
২৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জেলা ও দায়রা জজ আদালতে মামলা চলাকালে ৫৭ জন স্বাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ বছরের ১৫ মার্চ মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
পিপি মিছবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন, বাদি পক্ষ আসামিদের অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে।
তারা আশা করছেন, অভিযুক্তরা সর্বোচ্চ শাস্তি পাবে।
Leave a Reply