হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ দ্বিতীয় দফা পিছিয়েছে।
২৬শে সেপ্টেম্বর মামলার নির্ধারিত তারিখে বাদিপক্ষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুমের বিরুদ্ধে আস্থাহীনতার অভিযোগ উত্থাপন করে সাক্ষ্য না দিয়ে রাষ্ট্রপক্ষে নতুন আইনজীবী নিয়োগের আবেদন জানান।
রবিবার মামলার নির্ধারিত তারিখে জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা আলম ঐ মামলার জন্য রাষ্ট্রপক্ষে নতুন আইনজীবী হিসেবে অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনকে নিয়োগ দেন। নতুন আইনজীবী সাক্ষ্যগ্রহণের জন্য সময়ের আবেদন জানালে বিচারক জেলা জজ মোহাম্মদ আতাবুল্লাহ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ১৬ই অক্টোবর।
এর আগে আসামিদের আদালতে আনা হলে কোর্ট হাজতে আসামি আরজুকে অপর আসামি রুবেল বেদম মারপিট করলে তার মাথা ফেটে যায়। পুলিশ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকৎসা করায়। আহত আরজু আদালতকে এ ব্যাপারে অবহিত করে।
এছাড়া আসামি আব্দুল আলী বাগালের জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে।
এ বছরের ১২ই ফেব্রুয়ারি উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালুমাটিতে পোঁতা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার এক আসামি বাচ্চু মিয়া র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। এ মামলায় ৫ জন কারাগারে রয়েছেন আর ৩ জন পলাতক।
Leave a Reply