হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২ শিশুকে গলা কেটে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন তাদের এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো, বাহুবল উপজেলার যশপাল গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলী, মারফত উল্লাহর ছেলে সায়েদ আলী ও আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট আসামিরা একই গ্রামের সিদ্দিক আলীর ২ শিশুপুত্র আব্দুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) বিয়ের দাওয়াতে নেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরদিন দুই ভাইয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিদ্দিক আলী ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় আসামি আব্দুল আলীকে গ্রেফতার করা হলে তিনি পূর্ব বিরোধের জের ধরে শিশুদের গলা কেটে হত্যার কথা স্বীকার করেন। অপর দুই আসামি পলাতক। রায় ঘোষণাকালে আসামি আব্দুল আলী আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক।
Leave a Reply