হবিগঞ্জ প্রতিনিধি : অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর মহিলা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো জিতু মিয়া জমাদার, মো কদর আলী ও মো আব্দুল হক অভিভাবক সদস্য নির্বাচিত হন। আগামী ৬ জুলাই তারা সভাপতি নির্বাচিত করবেন।
নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন, বাহুবল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন শাহ। নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন, মাদরাসা সুপার মাওলানা তোফাজ্জুল হক আনসারী। সহযোগিতায় ছিলেন, শিক্ষক মাওলানা আবুল কাশেম, বিলকিছ আক্তার, মিজানুর রহমান, চম্পা আক্তার, শাহিদ উদ্দিন, জসিম উদ্দিন, মনিরুজ্জামান, ছায়েদ আলী, আসমা আহমেদ ও মোদারিছ আহমেদ। এছাড়া আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল বাহুবল থানার একদল পুলিশ।
Leave a Reply