হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম রূপশংকর গ্রামে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রুনা আক্তার নামের এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। রুনা আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী এমরান মিয়া ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এমরান মিয়ার সাথে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর পরকীয়ার বিষয়টি কয়েকদিন আগে ধরা পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। রুনা আক্তারের বাবা মকসুদ আলী জানান, মেয়ের জামাই এমরান মিয়া মারপিট করে তার মেয়েকে হত্যা করেছে।
তবে ছুরতহাল তৈরিকারী সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল হাসান জানান, মরদেহে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর বলা, যাবে রুনা আক্তার কিভাবে মারা গেছে।
পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসের সহকারী আফরাজ মিয়া তার মেয়ে রুনা আক্তারকে ৪ বছর পূর্বে বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের পশ্চিম রূপশংকর গ্রামের মকসুদ মিয়ার ছেলে এমরান মিয়ার সাথে বিয়ে দেন। দেড় বছর পর তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। সম্প্রতি এমরান মিয়ার সাথে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর পরকীয়া বিষয়টি রুনা আক্তার অবগত হন। এর প্রতিবাদ করায় তার উপর স্বামী নির্যাতন চালাতে থাকে।
সোমবার বিকেলে এমরান মিয়া স্ত্রীকে বেদম মারপিট করলে রুনা আক্তার বিষয়টি তার বাবাকে অবগত করেন। পরদিন সকালে আফরাজ মিয়া হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের বারান্দায় মরদেহ দেখতে পান। পরে তিনি হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে অবগত করেন।
Leave a Reply