হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের পক্ষ থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন, আমেরিকার টুলেইন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান ও দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ফাইন্ডেশনের সদস্য সচিব আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সাজিদুর রহমান, মিনারা খাতুন, সমরেশ ভট্টাচার্য্য ও হাবিবুর রহমান, শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নীরু, প্রভাষক আয়ূব আলী, দেওয়ান সৈয়দ আব্দুর রব মোর্শেদ ও ইঞ্জিনিয়ার নজরুল হোসেন।
Leave a Reply