হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।
এঘটনায় থানায় অভিযোগ করা হলেও হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিচ্ছেনা বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ করা হয়েছে, ১০ মে সাতপাড়িয়া গ্রামের মকসুদ তালুকদারের ভাতিজা লাদেন মিয়ার সাথে একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে জুয়েলের ঝগড়া হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। আব্দুল কাদিরের বাড়িতে প্রতিপক্ষ দফায় দফায় হামলা চালায়, ভাংচুর করে এবং নগদ টাকা, স্বর্ণলংকার ও গরুসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাজারে আব্দুল কাদিরের জামাতা ইমরান হোসেনকে মারপিট করে। তাকে বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করায় হয়। এ ব্যাপারে ইমরান হোসেনের স্ত্রী হাসিনা আক্তার শিপা থানায় ২০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।
বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে ঘটনা সত্য প্রমাণিত হলে মামলা নেওয়া হবে।
Leave a Reply