হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে যুবলীগের দুই পক্ষের একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
পুলিশ জানায়, বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি বুধবার বিকেল ৩টায় উপজেলা সদরে সমাবেশ আহ্বান করে। অন্যদিকে সংগঠনের অপর পক্ষও একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করলে উত্তেজনা দেখা দেয়।
এ অবস্থার উপজেলা প্রশাসন বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়।
Leave a Reply