হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে অটোচালকসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক উপজেলার শংকরপুর গ্রামের তোলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া। নিহত অন্যজন একই গ্রামের বেলা মিয়ার ছেলে নূর আলী।
পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেয়ার জন্য অটো নিয়ে বাড়ি থেকে রওয়ানা দেন ফরহাদ মিয়া ও নূর আলী। পথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহণের একটি বাসের সাথে অটোরিক্সাটির সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে তারা দুজন নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন।
Leave a Reply