হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বিশ্বাকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আব্দুর শহিদ (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এলাকার লোকজন জানান, শুক্রবার উপজেলার আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক শহিদ মিয়ার ছেলে রোকন মিয়ার কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে উপস্থিত সবাই বিষয়টি নিষ্পত্তি করে দেন।
কিন্তু পরদিন দুপুরে শহিদ মিয়া স্থানীয় হাওর থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল থানা পুলিশ ময়না তদেন্তর জন্য মরদেহ বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান জানান, অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply