হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলের পুটিজুরী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাছ বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আব্দুল হামিদের ছেলে আব্দুর রকিব (১৮)।
পুলিশ জানায়, সিলেটমুখী মেঘলা পরিবহণের যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে চাইলে শায়েস্তাগঞ্জগামী মাছ বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, মরদেহগুলো সন্ধ্যায় ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতাল মর্গে নিয়ে আসা হয়।
Leave a Reply