হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আব্দানারায়ন কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শাহিদা খাতুন (৩৫), মালেহা খাতুন (৩৬) ও অজ্ঞাত পরিচয় কারচালক।
পুলিশ জানায়, ঢাকামুখী মনোহরদী বাস সুনামগঞ্জগামী প্রাইভেট কারকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী দু’জন মারা যান। চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply